দীর্ঘ সাত বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডায়েরি প্রকাশিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য সম্বলিত ২০১৭ সালের এ ডায়েরি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে এ ডায়েরি প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের উপ-পরিচালক আতাউল হক, জনসংযোগ কর্মকর্তা রাজিবুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা।
সর্বশেষ ২০০৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডায়েরি প্রকাশ করে তৎকালীন কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/১১ জুন ২০১৭/হিমেল