কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত ‘এফ’ ইউনিটের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের বিশেষ কোটায় আবেদন আজ ১১ জুন হতে শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের সহকারী পরিচালক রাজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আগামী ১৬ জুনের মধ্যে আবেদনপত্র নির্ধারিত ফরমে অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক সোরওয়ার্দী হোসেনের কাছে জমা দিতে হবে। পুন:ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ আবেদনপত্র সংগ্রহ করতে পারবে।
আবেদনপত্রের সঙ্গে পুন:ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ইউনিট কর্তৃক প্রদত্ত মূল নম্বরপত্র এবং ইতিপূর্বে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট কোটায় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে বলা হয়েছে।
উল্লেখ্য, অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় ২৫০ টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
বিডি প্রতিদিন/ ১১ জুন, ২০১৭/ ই জাহান