ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম না থাকায় তা প্রত্যাখ্যান করেছে ইবি জিয়া পরিষদ।
সোমবার বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের ডায়েরি প্রত্যাখ্যানের ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিস্থাপন করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সব গুলো ডায়েরিতে প্রতিষ্ঠাতা হিসেবে তার নাম উল্লেখ ছিল। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘ নয় বছর ডায়েবি প্রকাশিত হয়নি। তবে বর্তমান প্রশাসন ইসলামী ভাবধারা ও জিয়াউর রহমানের নাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে মুছে ফেলার লক্ষ্যে বিসমিল্লাহ ও তার নাম বাদ দিয়ে ডায়েরি প্রকাশ করেছে। তাদের এরূপ কর্মকান্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও স্থিতিশীলতা বিনষ্টের শামিল। ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকাশিত ডায়েরি প্রত্যাখ্যান করেছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম না থাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখিত বিবৃতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছাত্রদলের দফতর সম্পাদক সাহেদ আহমেদ স্বাক্ষরিত এক বার্তায় তারা এঘটনাকে প্রশাসনের অপরাজনীতি ও হিনমন্নতা বলে উল্লেখ করেন।