জাহিদুল ইসলাম জনি নামের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক প্রভাষক নিখোঁজ রয়েছেন। সোমবার বিকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেছেন তার মা ও স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে টিকেট কাটার উদ্দেশে বের হন জাহিদুল। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
জালালাবাদ থানার ওসি সফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়রি করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৭/হিমেল