দীর্ঘ ৭ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডায়েরি-২০১৭ প্রকাশ করা এবং ডায়েরি থেকে জিয়াউর রহমানের নাম বাদ দেওয়ায় প্রশাসনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। বুধবার বেলা ১২ টার দিকে ক্যাম্পাসে এ আনন্দ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন এবং সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় দলীয় টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, সালাউদ্দিন আহমেদ সজল, আলোমগীর হোসেন আলো, মোহাম্মাদ আলী সবুজ, ফিরোজ আল মামুন নিউটন, ফয়সাল সিদ্দিকী আরাফাত, জোবায়ের, নিশান, আঃ রহিমসহ দুই শতাধিক নেতাকর্মী।
মিছিল শেষে সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সভাপতি শাহিনুর রহমান শাহিন। এসময় সভাপিত শাহিন ক্যাম্পাসে ছাত্রদল দেখা মাত্র নেতাকর্মীদের ধোলায় দেওয়ার নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৭/হিমেল