রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগের সভাপতিত্বে আজ দুপুরে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার উপ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আসন্ন প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা পদ্ধতি গত বছরের মতোই বলবৎ থাকবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি শিঘ্রই বিভিন্ন পত্রিকায় এবং রুয়েটের ওয়েবসাইটে www.ruet.ac.bd প্রকাশ করা হবে।
সভায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক মোহা. আব্দুস সোহবান, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. শামীমুর রহমান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, এ্যাপলাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাজেদুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার