জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস সংলগ্ন দুঃস্থ গ্রামবাসীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা)। শুক্রবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ইফতার সামগ্রী প্রদান করা হয়। ইফতার সামগ্রী বিতরণকালে ইফসার সভাপতি সুরাইয়া খানম বলেন, “শিক্ষা ও জ্ঞানচর্চার পাশাপাশি দুঃস্থ মানবতার কল্যাণে কাজ করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সামাজিক উন্নয়নে অবদান রাখা সম্ভব। প্রতিষ্ঠার পর থেকে ইফসা মানবতার কল্যাণে কাজ করে আসছে। ইতোমধ্যেই আমরা বেদে পল্লীতে শিক্ষাদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছি।”
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওমর ফারুক, আশিক আল অনিক, জোবায়েদ বিন কাশেম অনিক প্রমুখ।
উল্লেখ্য, মানবতার কল্যাণে কাজ করার উদ্দেশ্য নিয়ে ২০১৫ সালের ১২ এপ্রিল জাবির কতিপয় শিক্ষার্থীর হাত ধরে গড়ে উঠে এই সংগঠনটি। প্রতিষ্ঠার দুই বছরেই ব্যতিক্রমী উন্নয়নমূলক কর্মকান্ড দিয়ে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রশংসা লাভ করেছে।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৭/হিমেল