গ্রীষ্মকালীন, পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল আযহার ৩৪ দিনের ছুটি শেষে আগামীকাল শনিবার খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. মশিহুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৭ মে থকে ২৯ জুন পর্যন্ত রাবিতে ছুটি ছিল। এরমধ্যে অফিসসমুহও বন্ধ ছিল ২০ থেকে ২৯ জুন। আজ সকাল ১০ টায় আবাসিক হল সমুহ খুলে দেয়া হয়েছে। আগামীকাল থেকে যথানিয়মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম চলবে।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/হিমেল