রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রশাসনিক পদে নতুন তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এম এ বারী, লাইব্রেরি প্রশাসক পদে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড.সুভাষ চন্দ্র শীল ও ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মজিবুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।
শনিবার দুপুরে জনসংযোগ দফতরের প্রশাসক ড. মশিহুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য এম আব্দুস সোবহানের প্রথম মেয়াদে ২ মার্চ ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩ পর্যন্ত রেজিস্ট্রার ছিলেন ড. বারী। এর আগে চলতি বছরের ৮ মে মেয়াদ শেষ হওয়ার ৫৩ দিন আগেই পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেই পদত্যাগ গ্রহণ না করায় দায়িত্বে বহাল ছিলেন এন্তাজুল হক।
গত ৩০ জুন তার মেয়াদ শেষের পরেই দিনই নিয়োগ দেয়া হল নতুন রেজিস্ট্রার। অধ্যাপক ড.সুভাষ চন্দ্র শীল উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের প্রথম মেয়াদকালে শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/১ জুলাই, ২০১৭/ফারজানা