বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ 'বেগম রোকেয়া প্রমীলা ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত ‘সম্প্রচার কলৌক্যুইয়াম: সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক বক্তৃতামালার চতুর্থ দিনের অনুষ্ঠান উদ্বোধনকালে রবিবার তিনি এই ঘোষণা দেন।
উপাচার্য বলেন, জুলাই মাস থেকেই বিভিন্ন বিভাগের ছাত্রীদের নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য ইতোমধ্যেই কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের নিচতলার গ্যালারি রুমে চার দিনব্যাপী আয়োজিত বক্তৃতামালায় মুখ্য আলোচক হিসেবে সম্প্রচার মাধ্যম নিয়ে বক্তৃতা করছেন বাংলাদেশের কমিউনিটি রেডিওর পুরোধা ব্যক্তিত্ব বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর সিইও এএইচএম বজলুর রহমান।
রবিবার বেলা ১২টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় চতুর্থ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভিাগের বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলাম। বক্তৃতা সেশনে মিডিয়া ব্যক্তিত্ব বজলুর রহমান বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাওয়া ক্যাম্পাস রেডিও বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে কমিউনিটি রেডিও যেভাবে প্রান্তিক পর্যায়ের কণ্ঠহীনদের কণ্ঠস্বর তুলে আনছে, তা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাওয়া ক্যাম্পাস রেডিও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্থানীয়দের বিভিন্ন ভয়েস তুলে ধরবে। আগামী ডিসেম্বরে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়ে বেরোবির ক্যাম্পাসে ক্যাম্পাস কমিউনিটি রেডিও এন্ড টেলিভিশন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার হবে বলে উল্লেখ করেন এ আলোচক।
রবিবার বেলা ৩টায় চার দিনব্যাপী ‘সম্প্রচার কলৌক্যুইয়াম: সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক বক্তৃতামালার সমাপ্তি ঘোষণা করেন ড. মো. নজরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/০২ জুলাই, ২০১৭/মাহবুব