রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৪তম জন্মদিন বৃহস্পতিবার (৬ জুলাই)। ১৯৫৩ সালের এই দিনে বরেন্দ্রভূমি রাজশাহীর সবুজ মতিহার চত্বরে দেশের দ্বিতীয় প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতি বছরের মত এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাবির সাবেক উপাচার্য এবং সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক এম সাইদুর রহমান খান। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক রকীব আহমদ।
বিডি প্রতিদিন/০৫ জুলাই ২০১৭/এনায়েত করিম