চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের একটি কটেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে ক্যাম্পাসের আমানত হলের পূর্ব পাশে মোনাফ কটেজে এ অভিযান চালানো হয়। তবে অভিযানে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
হাটহাজারী থানার ওসি বেলাল জাহাঙ্গীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোনাফ কটেজে অভিযান চালানো হয়। অভিযানে ৪২টি রাম দা এবং ৫০টি লোহার রড় জব্দ করা হয়। অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নি।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৭/মাহবুব