জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপন আদেশে এই নিয়োগ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়টির আইন অনুযায়ী তাদের নিয়োগ দেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. আমির হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন আইন অনুষদের ডীন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী প্রশাসনিক ও শিক্ষা শাখায় উপ-উপাচার্যের দুটি পৃথক পদ থাকলেও এতদিন দুটি পদেই দায়িত্বে ছিলেন অধ্যাপক মো. আবুল হোসেন। নতুন এই নিয়োগের ফলে আরো একজন উপ-উপাচার্য পেলো জাবি। তবে কে কোন শাখায় দায়িত্ব পালন করবেন সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয় নি।
অন্যদিকে এতদিন কোষাধ্যক্ষের দায়িত্বে দায়িত্বে থাকা অধ্যাপক মো. আবুল খায়েরের মেয়াদ শেষ হয় গত ১৯ জুন। অধ্যাপক শেখ মো. মনজুরুল হক তারই স্থলাভিষিক্ত হলেন।
বিডি প্রতিদিন/ ০৯ জুলাই, ২০১৭/ ই- জাহান