ছিনতাইকারীর লাঠির আঘাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রী নওশিন আহমেদ নিশি (১৯) আহত হয়েছে। নিশি প্রথমে চবি মেডিক্যাল এবং পরে চট্টগ্রাম জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নিশির বড় ভাই যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহেদ আইমান।
তিনি বলেন, শাটলের দরজার পাশে বসে নিশি ক্যাম্পাসে যাচ্ছিল। ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে দুই ছিনতাইকারী নিশির ব্যাগ লক্ষ্য করে লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এসময় নিশির হাতে না লেগে ডান পায়ের হাঁটুতে আঘাত পায় এবং মাটিতে পড়ে যায়। নিশির চিকিৎসকরা তার ডান পায়ে তিনঘণ্টা ধরে অপারেশন করেছেন। আঘাতে পায়ের গোড়ালির মাংস ঝরে গেছে।
চবি মেডিকেলের স্টাফ হামিদ আহমেদ বলেন, নিশি নামে এক ছাত্রীকে আহত অবস্থায় আনা হয়েছিল। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেনারেল হাসপাতালে রয়েছে।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৭/মাহবুব