১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটার চেষ্টা করলে তা প্রতিহত করার জন্য প্রস্তুত ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ। এজন্য মঙ্গলবার দিনব্যাপী এবং এর আগের রাতে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক নেতাকর্মীরা।
এর আগে, জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্মদিনের কেক কাটার চেষ্টা করলে তা প্রতিহত করার ঘোষণা দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে জবি ছাত্রলীগের সদ্য সাবেক নেতা জয়নুল আবেদীন রাসেল বলেন, ‘জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন বা কেক কাটার কোনো চেষ্টা করলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ তা প্রতিহত করবে।’
এ সময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দণ্ড কার্যকরের দাবি জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৭/মাহবুব