রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের এক নেতার কক্ষের সামনে থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। রবিববার সকাল সাড়ে ১০টার দিকে মাদারবখ্শ হলে এ ঘটনা ঘটে।
হল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদার বখ্শ হলের ২০৫ নং কক্ষে থাকেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক। কক্ষটির সামনে ককটেল দেখা গেলে কয়েকজন শিক্ষার্থী ওই ছাত্রলীগ নেতা ও হল প্রশাসনকে জানায়। পরে হল প্রশাসন ও পুলিশ এসে ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়।
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এক ছোট ভাই আমাকে ডেকে বলে, আমার রুমের সামনে ককটেল পড়ে আছে। পরে আমি দেখে তাৎক্ষণিকভাবে হল প্রশাসনকে জানাই। হল প্রশাসনের উপস্থিতিতে পুলিশ এসে ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, আমরা ককটেলটি উদ্ধার করে নিয়ে এসেছি। তবে এটা কে ওখানে রেখেছিল তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৭/ওয়াসিফ