কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুজ জাহেরকে শারীরিকভাবে লাঞ্চিত করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন। রবিবার এ ঘটনা ঘটে।
কলেজের শিক্ষকরা জানান, চলতি বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং জানুয়ারি মাস থেকে বিভিন্ন পরীক্ষায় খরচের হিসাবের ভাউচার দেওয়ার জন্য সহকারী অধ্যাপক মো. কামাল হোসেনকে অধ্যক্ষ বার বার চিঠি দেওয়া এবং সর্বশেষ কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জের ধরে অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
পরীক্ষা শেষে বেলা সোয়া একটায় শিক্ষক পরিষদের সভাকক্ষে শিক্ষকরা জরুরি সভা করেন।
সভায় শিক্ষক মো. কামাল হোসেনের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, ঘটে যাওয়া আকস্মিক ঘটনার নিন্দা জ্ঞাপন এবং সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুজ জাহের কলেজের সহকারী অধ্যাপক কামাল হোসেনের দ্বারা শারীরিকভাবে লাঞ্চিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কলেজের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন। তিনি বলেন, অভিযোগ সঠিক নয়। কথা কাটাকাটি হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৭/মাহবুব