রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মধ্যরাতে প্রধান ফটকের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুইজন মোটরসাইকেল আরোহী এই ঘটনা ঘটান বলে বলে জানা গেছে।
দায়িত্বরত গার্ডের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার রাতে মোটরসাইকেল যোগে দুইজন আরোহী ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে তারা মোটরসাইকেল চলমান অবস্থায় দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। এসময় প্রকট শব্দ পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। শব্দ দু'টি হওয়ার পরপরই ওই এলাকায় লোডশেডিং শুরু হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, এমন কিছু আমি এখনো শুনিনি। তবে খোঁজ নিচ্ছি।
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৭/ওয়াসিফ