২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচার দাবিতে ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমাবর বেলা ১১টায় শহরের থানা রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাব সামনে গিয়ে শেষ হয়।
পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা স্বেচ্ছাসবক লীগের সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাহিম, সেলিম হাসান, স্বেচ্ছাসেবকলীগ নেতা অ্যাড. লিমন হোসন, এটিএম জামিল তুহিন প্রমুখ। এসময় বক্তারা অভিলম্বে ২১ আগস্ট মামলার আসামিদের দ্রুত বিচারের দাবি জানান।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৭/মাহবুব