আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে একাডেমিক তথা ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক তথা অফিস কার্যক্রমের ছুটি ২৭ আগস্ট থেকে শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬ সেপ্টেম্বর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। আর একাডেমিক কার্যক্রম শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে।
তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে ডেসপ্যাচ শাখা এবং নিরাপত্তাসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৭/মাহবুব