ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ হবে। আজ দুপুর ১টায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করবেন। এদিকে সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩৩টি স্কুল-কলেজসহ মোট ৮৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
'ক' ও 'চ' ইউনিটের বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৭/হিমেল