রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তা জোরদার ও জালিয়াতি ঠেকাতে মেস মালিক সমিতির সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে মেস মালিক সমিতির নেতারা ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন।
বুধবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে তার দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।
অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, প্রতি বছর ভর্তি পরীক্ষার সময় অনেক ভর্তিচ্ছু ও অভিভাবক রাজশাহীতে আসেন। শুরুতেই তাদেরকে আবাসন সমস্যায় পড়তে হয়। বুধবার অনুষ্ঠিত বৈঠকে মেস মালিক নেতারা এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু ও অভিভাবকরা তাদের পরিচিতদের মাধ্যমে মেসগুলোতে থাকতে পারবেন। তাছাড়াও মেসে থেকে কেউ যদি জালিয়াতির পরিকল্পনা করে, আর মেস মালিকরা সেটা টের পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও জানান, মেস মালিকরা একটি সেল গঠন করবেন। এই সেলের মাধ্যমে তারা মেসগুলোতে কড়া নজরদারি রাখবেন। জালিয়াতি হচ্ছে বা করার পরিকল্পনা করা হচ্ছে- এমন কোনো সন্দেহমূলক আচরণও যদি তারা বুঝতে পারেন তবে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা পুলিশ প্রশাসনকে অবহিত করবেন।
বৈঠকে রাবি প্রক্টর ও জনসংযোগ প্রশাসক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু, মেস মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাম্স উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জনসংযোগ দফতরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সতর্কীকরণ বার্তাটি সকলের কাছে প্রচার করার জন্য মেস মালিকদের অনুরোধ করেন।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৭/এনায়েত করিম