“সমস্যায় ভাবনা যত, গণিত নিয়ে ভাব ততো” এই শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সায়েন্স ক্লাবের ৪র্থ গণিত অলিম্পিয়াড আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের মিলনায়তনে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান ক্লাবের সভাপতি শাহরিয়ার কবির সোহাগ।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, “প্রতি বছরের ন্যায় ঢাকাসহ আশেপাশের প্রায় অর্ধ-শতাধিক বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের তিন সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. খবির উদ্দিন । এ বছর ৬ষ্ঠ থেকে ১০ম প্রত্যেক শ্রেণি থেকে ১৫ জন করে মোট ৭৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
এদিকে এবছর গণিত অলিম্পিয়াড থেকে জাবির সাবেক উপাচার্য ও বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ড. শরীফ এনামুল কবির ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান নঈম চৌধুরীকে বাংলাদেশের বিজ্ঞান ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মননা প্রদান করা হবে ।
সংবাদ সম্মেলনে জাবি সায়েন্স ক্লাবের সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম রাজ বলেন, “গণিত হলো বিজ্ঞানের প্রাণ । তাই ছাত্রদের গণিত ভীতি দূর করে তাদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করে বিজ্ঞানের প্রতি ভালবাসা সৃষ্টি করাই আমাদের এই আয়োজনের লক্ষ্য।”
সংবাদ সম্মেলনে জাবিসাসের দপ্তর সম্পাদক নুর আলম হিমেলের সঞ্চালনায় ও কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন নিলয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জাবি সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক সবুজ সরকার শুভ, সাংগঠনিক সম্পাদক ওয়ালীউল্লাহ সাদ, কোষাধ্যক্ষ মোস্তফা বিন বশির সহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর