রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আইন অনুষদ অধিভুক্ত 'বি-১' পরীক্ষায় তিন ভর্তিচ্ছুর খাতা বাতিল করা হয়েছে। একে অপরের রোল লিখে ফেলা ও মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢোকার কারণে ওই তিনজনের পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবন ও চতুর্থ বিজ্ঞান ভবন থেকে তাদের আটক করা হয়।
ভর্তি বাতিল হওয়া ভর্তিচ্ছুরা হলেন, পাবনার সাইফুল ইসলাম (রোল ১৮১৬১) ও রাশেদ আলীকে (রোল ১৮১৬৭) দ্বিতীয় বিজ্ঞান ভবন এবং নাজমুল হককে চতুর্থ বিজ্ঞান ভবন থেকে আটক করা হয়। এসময় তার কাছে মোবাইল ফোন পাওয়া যায়। বাণিজ্য অনুষদের অধীন 'ডি' ইউনিটের বেলা আড়াইটার সময় অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় তারা।
পরীক্ষা হলে তাদের আটক করে অফিসে জিঞ্জাসাবাদ শেষে মুচলেকায় নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, পরীক্ষার হলে দুইজন পরীক্ষার্থী দেরিতে প্রবেশ করে। তারা একে অপরে রোল নম্বর ভুল করে লিখে ফেললে তাদের উভয়ের খাতা বাতিল করা হয়। পরে একজনের কাছে মোবাইল পাওয়ায় তার পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে। পরে প্রশাসন ভবনে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এসময় কোন ধরনের অপরাধ না করার স্বীকারোক্তি নিয়ে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, দ্বিতীয় দিনের মতো আজ 'বি' ইউনিট ও ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল তৃতীয় দিন ২৪ অক্টোবর সকাল সাড়ে ৮টায় এইচ-১ ইউনিট, সকাল সাড়ে ১০টায় এইচ-২ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় এইচ-৩ ইউনিট এবং দুপুর আড়াইটা 'জে' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৭/আরাফাত