স্নাতক সম্মান তৃতীয় বর্ষের স্থগিতকৃত ফল প্রকাশ এবং চতুর্থ বর্ষের ফরম পূরণের সুযোগ দেয়ার দাবিতে আজ তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে বরিশাল বিএম কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টায় বিএম কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজের সামনে মসজিদ গেটে সড়ক অবরোধ করে প্রায় অাধ ঘণ্টা বিক্ষোভ করে। দীর্ঘক্ষণ সড়ক অবরোধের ফলে ব্যস্ততম ওই সড়কে তীব্র যানজটের সৃস্টি হয়। পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে উঠিয়ে দিতে চাইলে তাদের সাথে শিক্ষার্থীদের বাদানুবাদ এবং ধাক্কাধাক্কি হয়। অবরোধের সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
এসময় বক্তারা ৩য় বর্ষের স্থগিত রাখা ফলাফল প্রকাশ এবং ৪র্থ বর্ষে ফরম পূরণের দাবি জানান। অনতিবিলম্বে এই দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীরা দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।
২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষে অকৃতকার্য শিক্ষার্থীরা পাস না করা পর্যন্ত ৩য় বর্ষের ফলাফল স্থগিত রাখা এবং ২য় বর্ষের অকৃতকার্য শিক্ষার্থীরা পাস না করা পর্যন্ত ৪র্থ বর্ষে ফরম পূরণ করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি করে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৭/হিমেল