নোটিশ দিয়ে ছাত্রদলকে হোস্টেল ছাড়ার সময় বেঁধে দিল ছাত্রলীগ। ঘটনাটি ঘটেছে খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজে। 'জরুরি বিজ্ঞপ্তি' শিরোনামের ওই নোটিশে ছাত্রদলকে বুধবার দুপুর দুইটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএল কলেজ ছাত্রদলকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণাও করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।
বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব মোড়ল ও সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা জানানো যাচ্ছে যে, অনৈতিক, অসামাজিক, মিথ্যাচার ও সম্মানহানী কার্যকলাপের জন্য বিএল কলেজ ছাত্রদলকে অবাঞ্চিত ঘোষণা করা হল। কলেজ হোস্টেলে অবস্থানরত ছাত্রদলকে আজ দুপুর ২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হল। ’
এ প্রসঙ্গে বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, কোনো সংঘাতে না গিয়ে শান্তিপূর্ণভাবে ছাত্রদল যেন ক্যাম্পাস ছেড়ে চলে যায় সেজন্য এই বিজ্ঞপ্তি দিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ সাদিক জাহিদুল জানান, ‘আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার পথে রয়েছি। তবে বিষয়টি জানার পর মোবাইল ফোনে আমি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করেছি ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে। ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হয় এমন কোন পদক্ষেপ না নিতে বলেছি। ’
তবে ছাত্রদলের নেতারা জানিয়েছেন তারা হোস্টেল ছাড়বেন না। বিএল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হেদায়েত উল্লাহ দীপু বলেন, ‘হোস্টেল ছাড়তে বলতে পারে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রলীগ অন্যায়ভাবে এ ধরনের নোটিশ দিয়েছে। এ নোটিশ আমরা পরোয়া করি না। আমরা হোস্টেলে আছি, থাকব। ’
বিডি প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৭/ ই জাহান