চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছু ২৬ শিক্ষার্থী।
এদিকে, পরীক্ষার আগের দিন তিনটি ডিজিটাল ডিভাইসসহ জালিয়াতি চক্রের সদস্য নাজমুল নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বুধবার নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ এই চক্রের আরও কয়েজনকে খুঁজছে।
বায়েজিদ বোস্তামী থানার এসআই রুবেল বলেন, ‘চবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি করতে প্রস্তুতি নেওয়া এক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির সময় জব্দ হওয়া ছোট ছোট তিনটি ডিভাইসসহ আটক করা হয়েছে। এই চক্রের আরও কয়েকজনকে খোঁজা হচ্ছে।’
চবি সূত্রে জানা যায়, এবার ভর্তি পরীক্ষায় ১০টি ইউনিট থেকে কমিয়ে চারটি-বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সম্মিলিত ইউনিটের মাধ্যমে এ বছর ভর্তি পরীক্ষা নেওয়া হবে। যা ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট চারদিন চলবে। বিশ্ববিদ্যালয় ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বাইরের ১২টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাস ও বাইরের কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ শতাধিক সদস্য।
চবির প্রক্টর মো.আলী আজগর চৌধুরী বলেন, ‘যেকোনো অনিয়ম ঠেকাতে চবি প্রশাসন প্রস্তুত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজর রাখবে। সিসি ক্যামেরার মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয়ে নজরদারি করা হবে।
বিডি প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৭/ ই জাহান