পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র ১২তম সিন্ডিকেট সভা নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। আজ সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও চেয়ারম্যান একেএম এনামুল হক শামীম ও ইউজিসি কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজীম আরিফকে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে স্বাগত এবং উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে যোগদান করায় অধ্যাপক ড. মো. নূরল আনোয়ারকে অভিনন্দন জানানো হয়।
উপাচার্য প্রফেসর ড. মোঃ নূরল আনোয়ার এর সভাপতিত্বে সভায় চারটি বিভাগের সাতজন শিক্ষকের বিদেশে উচ্চ শিক্ষার জন্য ‘শিক্ষা ছুটি’ অনুমোদনসহ দু’জন শিক্ষকের পদোন্নতি এবং সাতটি বিভাগের নব নিযুক্ত ১৮ জন শিক্ষকের নিয়োগ অনুমোদন দেয়া হয়। এসএসসি ও এইচএসসি ফলাফল -এর ভিত্তিতে ফল- ২০১৭ ট্রাইমেস্টারে ১২১ জন শিক্ষার্থীদের মাঝে প্রায় সাত লক্ষ টাকা বৃত্তি প্রদানের বিষয়টি সভায় অনুমোদিত হয়। এছাড়াও সামার-২০১৭ এবং ফল ২০১৭ ট্রাইমেস্টারে মোট ৩৮৯ জন শিক্ষার্থীকে মুত্তিযোদ্ধা, ক্ষুদ্র-তাত্ত্বিক গোষ্ঠী, মেধাভিত্তিক, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, খেলোয়ার ও অন্যান্য কোটায় এক কোটি আট লক্ষ একচলিশ হাজার নয় শত পঞ্চাশ টাকার বৃত্তি সভায় অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, সামার-২০১৭ ট্রাইমেস্টারে ফলাফলের ভিত্তিতে ১৯৩ জন শিক্ষার্থীদের মাঝে প্রায় নয় লক্ষ টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, প্রতিষ্ঠাতা, ভাইস প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজার প্রফেসর ড. এম মজিবুর রহমান, এহসানুল হক রিজন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক প্রকৌশলী মফজল আহমেদ, রেজিষ্ট্রার সহ অন্যান্য সিন্ডিকেট সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার