ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে মারধর করেছে শাখা ছাত্রলীগের কর্মীরা। ওই ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান সুমন। সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যবসায় প্রশাসন অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার বেলা দেড় টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তাকে মারধর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগ কর্মী বিপুল, আবির, সোহাগ, হামিদুলসহ ৬-৭ জন মেহেদী হাসান সুমনকে খুঁজতে থাকে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমুনকে পেয়ে তারা তার উপর হামলা করে। তারা সুমনকে কিলঘুষি, লাথি মারার এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ছাত্রলীগ কর্মীরা সেখান থেকে কেটে পড়ে। তবে ছাত্রলীগ কর্মীদের দাবি সুমন ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া নিয়ে কটুক্তি করায় আমরা তার সাথে কথা বলেছি মাত্র।
এ বিষয়ে মেহেদী হাসান সুমন বলেন, ‘আমি ছাত্রলীগের সভাপতির সাথে রাজনীতি করায় সাধারণ সম্পাদকের অনুসারিরা প্রতিহিংসা করে আমাকে মারধর করে। তবে আরো একটা বিষয়ে তারা অভিযোগ করেছে আমি নাকি শেখপাড়া নিয়ে কটুক্তি করেছি।’
ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান বলেন, ‘এটা দলীয় কোন বিষয় না। তারা জেলা কল্যাণ সমিতি নিয়ে কথা কাটাকাটি করে বলে আমি শুনেছি। তবে ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছে।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন