চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের ‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
‘গ’ ইউনিটের ৪৪৮ আসনের বিপরীতে মোট ১৪ হাজার ৩১০টি আবেদন জমা পড়েছিল। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছে ৩২ জন ভর্তিচ্ছু।
এ বছর থেকে ১০টি ইউনিটে ভর্তি পরীক্ষার পরিবর্তে চারটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ৪৯২৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে।
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৭/এনায়েত করিম