মধ্যরাতে ঘুম থেকে তুলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক সাংস্কৃতিককর্মীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের অনুসারীরা।
বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ৪১৬নং কক্ষে এ ঘটনা ঘটে।
পরে বৃহস্পতিবার রাতে ওই সাংস্কৃতিককর্মী সাংবাদিকদের কাছে মারধরের বিষয়ে অভিযোগ করেন।
ওই সাংস্কৃতিককর্মীর নাম শামীম পলাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্য।
তিনি জানান, এলাকার চলমান রাজনৈতিক সমস্যা নিয়ে বুধবার রাত ৮টা ১১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেই। ওই রাতেই হঠাৎ করে ১১টার দিকে ছাত্রলীগের ৭-৮ কর্মী আমার কক্ষে আসে। আমাকে ঘুম থেকে তোলে একের পর এক বিভিন্ন (অবান্তর) প্রশ্ন করতে থাকে। তারা বলে আমার ফেসবুক স্ট্যাটাস তাদের (জিয়াউর রহমান হল) হলে ফাও খাওয়া নিয়ে দেয়া হয়েছে। এ কথা বলেই তারা আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শামীম পলাশের দেয়া স্ট্যাটাসের জের ধরেই ওই রাতেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের অনুসারী শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগকর্মী হামিদুর রহমান হামিদের (পরিসংখ্যান চতুর্থ বর্ষ) নেতৃত্বে নিজাম (লোকপ্রশাসন ১১-১২), মোশাররফ (১৪-১৫), সাগরসহ (ইতিহাস ১৬-১৭) ৭-৮ জন ৪১৬নং কক্ষে যায়। একপর্যায়ে তারা শামীমকে এলোপাতাড়ি চড়থাপ্পড়, কিলঘুষি মেরে চলে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি অবশ্যই নিন্দনীয়। ভুক্তভোগী প্রশাসনের কাছে অভিযোগ করলে আমরা অবশ্যই বিষয়টি দেখব।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/আরাফাত