ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন অ্যান্ড কারিকুলাম পাবলিকেশন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় মীর মশাররফ হোসেন ভবনে আইন বিভাগের সভাপতির কক্ষে পাঠ্যক্রমের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এসময় আইন বিভাগের ২০১৬-১৭ এলএলবি (স্নাতক) ১ম বর্ষ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এলএলএম (স্নাতকোত্তর) ব্যাচের কারিকুলাম প্রকাশ এবং শিক্ষা উপকরণ হিসেবে প্রব্লেম হ্যান্ডবুক ও কেস ল’ হ্যান্ডবুক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠান হয়।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। আইন বিভাগের সভাপতি ও হেকেপের এসপিএম অধ্যাপক ড. জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফাতেমা তুজ জান্নাত চৈতি ও শাহেদ হাসানের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুন নাহার প্রমুখ, আইন বিভাগের অধ্যাপক ড, কাজী আতিকুজ্জামান, একই বিভাগের অধ্যাপক ও হেকেপের ডেপুটি এসপিএম ড. আব্দুল করিম খান।
এছাড়াও আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড, রেবা মন্ডলসহ বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৭/হিমেল