মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরোধী শ্লোগান নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ পালিত হয়েছে। কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ইবি থানার অফিসার ইনচাজ (ওসি) রতন শেখের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন ৭টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিত্তিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালি শেষে বেলা ১টার দিকে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইবি থানা অফিসার ইনচাজ (ওসি) রতন শেখ, সাব ইন্সিপেকটর (এসআই) কমলেশ দাসসহ ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ৭টি ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যরা।
আলোচানা সভায় বক্তরা বলেন, ‘পুলিশ জনতা এবং জনতাই পুলিশ’ একথা সকলকে মনে রাখতে হবে। একই সাথে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৭/মাহবুব