ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'জীবন সাথী যখন সহপাঠি জীবনে ছুঁয়ে যায় সোনার কাঠি' শীর্ষক ছায়া সংসদীয় রম্য বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮ টায় দেশরতত্ন শেখ হাসিনা হলের টিভি রুমে শেখ হাসিনা হল ডিবেটিং সোসাইটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক ফৌজিয়া খাতুন।
ছায়া সংসদীয় বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন জান্নাতুন নাঈম মিষ্টি এবং টাইম কিপারের দায়িত্ব পালন করেন শারমিন সুলতানা। বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন পরিসংখ্যান বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আলতাফ হোসেন রাসেল ও ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মুর্শিদ আলম।
বিতর্কে সরকারি দলের প্রতিযোগীরা হলেন প্রধানমন্ত্রী জান্নাতুল তাজরী, মন্ত্রী উলফাত আরা তুলি, সদস্য ফারহান ফেরদৌসী।
বিরোধী দলের প্রতিযোগীরা হলেন বিরোধী দলীয় নেতা ফারহানা মেহরিন নোভা, বিরোধী দলীয় উপনেতা জান্নাতুল ফেরদৌস, সদস্য মুনমুন সুলতানা অন্তরা।
প্রতিযোগীতায় বক্তরা বিভিন্ন রোমান্টিক সংলাপের মাধ্যমে যুক্তি তর্ক উপস্থাপন করেন। ছায়া সংসদীয় বিতর্কে সরকারি দল কর্তৃক উত্থাপিত 'জীবন সাথী যখন সহপাঠি জীবনে ছুঁয়ে যায় সোনার কাঠি' প্রস্তাবটি বিচারকদের রায়ে গৃহীত হয়নি। ফলে বিরোধী দল জয় লাভ করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাটিত হয় বিরোধী দলের সংসদ সদস্য মুনমুন সুলতানা অন্তরা। এসময় দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রীরা দর্শক হিসেবে উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ই জাহান