দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। শনিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যায় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে মোবারক রিশাদ, ছাত্রলীগ কর্মী সুজন দাশ অর্ক এবং রাজিব বিশ্বাস।
জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বার্তায় তাদের তিনজনকে বহিষ্কারের বিষয়টি আমাদের অবহিত করেছেন। দীর্ঘদিন পর জবি ছাত্রলীগের কমিটি পেয়েছি। সবাই একটি ভালো পরিবেশে ছিলাম কিন্তু এরই মধ্যে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/হিমেল