চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের 'গ' ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার দুপুরে এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার প্রধান এস এম অাকবর হোসাইন বলেন, এবারের ভর্তি পরীক্ষার উত্তরপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়ে পুনমূল্যায়ন হওয়ার কারণে দুই-তিনদিন সময় লাগছে। মঙ্গলবার 'ডি' ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১২ হাজার ৫৮৬ জন। বাণিজ্য অনুষদে এবছর ভর্তির জন্য ৪৪৮ আসনের বিপরীতে মোট ১৪ হাজার ৩১০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/আরাফাত