চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ও রবিবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শহীদুল্লাহ নিশাত, মুহাম্মদ রায়হানুল হক, মোহাম্মদ ফাহাদ, সাঈদ আল কবীর, মুশফিকুর সালেহীন, মিজানুর রহমান ও মো. তুহিন।
চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, এ চক্রের সদস্যরা ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের সদস্য। পাস করিয়ে দেয়ার নাম করে তারা প্রতি ভর্তিচ্ছু সাথে ৩-৫ লাখ টাকার চুক্তি করে। গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি আবাসিক ভবন থেকে প্রথমে দু'জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে ভর্তিচ্ছুদের মূল মার্কশিট, রেজিস্ট্রেশন, সরকারি স্ট্যাম্প জব্দ করা হয়। পরবর্তীতে রাতভর তাদের মোবাইলে আসা ফোন কলের কথোপকথনের মাধ্যমে রবিবার সকালে বাকি চার ভর্তিচ্ছু ও তাদের মধ্যস্থতাকারী তুহিনকে গ্রেফতার করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, গ্রেফতারকৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/আরাফাত