চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার দুই শিক্ষার্থীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুল কবির এবং মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ সৌরভ। এদের মধ্যে সৌরভ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক।
রবিবার চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এ নির্দেশ দেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, চবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে দুইজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
প্রসঙ্গত, গত বুধবার নাজমুলকে নগরের বায়েজিদ থানার অক্সিজেন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার পাঁচলাইশ বড় গ্যারেজ এলাকা থেকে সৌরভকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পুলিশ কয়েকটি ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করে। এ ঘটনায় নগরীর বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ই জাহান