ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রকে ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার দায়ে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হল- পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দীন রানা ও ফলিত রসায়নের শিক্ষার্থী আব্দুল্লাহ মামুন।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদালয় ভর্তি জালিয়াতির বিষয়ে অত্যন্ত কঠোর। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এ ধরনের কাজের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের সবাইকে শাস্তি পেতে হবে। ভর্তি জালিয়াতির দায়ে দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার