আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদার ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সমর্থকদের এ সংঘর্ষ ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনিসুর রহমান নামে একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সাধারণ সম্পাদকের সমর্থকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতির রুম ভাংচুর করে। এতে পাঁচজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় গ্রুপের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রক্টর সিরাজুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর