হাজারো ব্যস্ততায় হাঁপিয়ে উঠা শহুরে জীবনে ইচ্ছে হলেই প্রকৃতির খুব কাছাকাছি চলে যাওয়া একটু কঠিনই বটে। আর যদি এমনটা চান যে, আপনার চারপাশে হাজার হাজার প্রজাপতি একসাথে ওড়াওড়ি করছে তবে সেটিকে দিবাস্বপ্ন ছাড়া আর কিছু বলা যাবে না। তবে এই দিবাস্বপ্নকেই যেনো বাস্তবে রূপ দিয়েছে রাজধানীর অদূরে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানে ৮ম বারের মত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে প্রজাপতি মেলা। মেলায় সব বয়সের মানুষের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। বিশেষ করে শিশু কিশোরদের উপস্থিতি মেলাকে দিয়েছে অন্যরকম মাত্রা।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে ২০১০ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসছে এই ব্যতিক্রমী প্রজাপতি মেলা। শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সামনে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এ সময় তিনি বলেন, “প্রজাপতির সৌন্দর্যের পেছনে দৌঁড়ায়নি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। আমরা জানতাম না আমরা কি কারণে প্রজাপতির পিছনে দৌঁড়াচ্ছি। প্রজাপতি আমাদের প্রকৃতিতে কি অবদান রাখছে তা আমরা এ প্রজাপতি মেলা থেকে জানতে পারছি। তাই এ মেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।”
দিনব্যাপী এ মেলায় শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগিতা ও প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।
এবারের মেলা থেকে প্রজাপতির উপর গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য জাপানের গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর অ্যাডভান্সড স্টাডিস বিভাগের অধ্যাপক ড. কেনটারো আরিকাওয়া’কে ‘বাটারফ্লাই এওয়ার্ড-১৭’ প্রদান করা হয়েছে। এছাড়াও ‘ইয়াং বাটারফ্লাই ইনথুসিয়অস্ট এ্যাওয়ার্ড’ পেয়েছে জাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আফলাতুন কাইসার।
মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন জানান, “প্রকৃতি রক্ষায় প্রজাপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশে প্রায় ৩৫০ প্রজাতির প্রজাপতি আছে। অবকাঠামো বেড়ে যাওয়া, গাছ কাটা, লতাগুল্ম কমে যাওয়া, জলবায়ু পরিবর্তন তথা অতিবৃষ্টি, অতিরিক্ত গরম প্রভৃতি কারণে প্রজাপতির সংখ্যা দিন দিন কমছে। প্রজাপতি সংরক্ষণে প্রয়োজন মানুষের সহমর্মিতা ও সচেতনা। প্রজাপতি সংরক্ষণ করতে পারলে আমরা প্রকৃতির সৌন্দর্য্য রক্ষা করতে পারবো। প্রজাপতি সংরক্ষণে মানুষের সচেতনতা তৈরির লক্ষ্যেই আমাদের এই আয়োজন।”
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৭/হিমেল