২০১৮ সালের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
শনিবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণকৃত ভূমিস্বত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। পার্বত্যাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য এ বিশ্ববিদ্যালয় ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ এ বিশ্ববিদ্যালয়ের হলে সবার আগে উপকৃত হবে পার্বত্যাঞ্চলের মানুষ। তাদের সন্তানরা ঘরে বসে উচ্চ শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবে। তাছাড়া শিক্ষার উন্নয়ন হলে, এলাকারও উন্নয়ন হয়। আর এসব উন্নয়নের সুবিধা ভোগ করবে এ অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীরা। তাই এ বিশ্ববিদ্যালয়টিকে যথাযথভাবে উন্নত করার জন্য পার্বত্যাঞ্চলের মানুষদের সকল রাজনৈতিক মত পার্থক্য ভুলে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রকল্প পরিচালক প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রমুখ।
এ আগে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান রাঙামাটির ১০৪নং ঝগড়াবিল মৌজায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণকৃত প্রায় ৬৪ একর ভূমির দখল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।
বিডি প্রতিদিন/০৪ নভেম্বর ২০১৭/আরাফাত