খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চারুকলা ইনস্টিটিউট আয়োজিত চারদিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী বুধবার শেষ হচ্ছে। এই প্রদর্শনীতে দুইশতাধিক শিল্পকর্ম প্রদর্শীত হয়। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য তিন শিক্ষার্থীকে শশিভুষণ পাল গ্রান্ড অ্যাওয়ার্ড এবং ৩৬ জনকে মিডিয়া ও ক্লাস বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।
খুবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবছর শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য শশিভুষণ পাল গ্রান্ড অ্যাওয়ার্ড পাচ্ছেন-ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিন পীযুষ বিশ্বাস, প্রিন্টমেকিং ডিসিপ্লিন মো. কাওসার সিকদার, ভাস্কর্য ডিসিপ্লিন জায়েদ আল মাহফুজ।
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম