নিজের বিভাগের নারী শিক্ষার্থীদের নিয়ে ফেইসবুকে বাজে ভাষায় মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পাঁচ শিক্ষার্থী হলেন আশিকুর রহমান, হজরত আলী, মোস্তাকীন আল মামুন পিয়াল, জহুরুল ইসলাম, রাহাদ আহমেদ। এরা সবাই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পালি ও বুড্ডিস্ট বিভাগের একদল ছাত্রী তাদের নিয়ে ফেইসবুকে বাজে মন্তব্যের স্ক্রিনশট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দিয়েছিলেন। তখন উপাচার্য তা শৃঙ্খলা পরিষদের কাছে পাঠান।
মঙ্গলবার পরিষদ তাদের প্রতিবেদন সিন্ডিকেট সভায় উপস্থাপন করলে সিন্ডিকেট ওই পাঁচ শিক্ষার্থীকে দুই বছর বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন