শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রথমবারের মত যুক্ত হল ব্রেইল পদ্ধতির বই।
বুধবার বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে স্পর্শ প্রকাশনীর প্রতিষ্ঠাতা ও শিশু সাহিত্যিক নাজিয়া জাবিন ফারহাত উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে ১৫ টি ব্রেইল পদ্ধতির বই হস্তান্তর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন-কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের অধ্যাপক ড. ফারহাত চৌধুরী, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডীন অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী, লাইব্রেরিয়ান আব্দুল হাই ছামেনী প্রমুখ।
বিডি প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৮/ই জাহান