প্রখ্যাত লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাািজক, সাংস্কৃতিক সংগঠন ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টা দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু বলেন, ‘বাংলাদেশ যখনই উন্নয়নের দিকে এগিয়ে যায় ঠিক তখনই মুক্তবুদ্ধির ওপর হামলা চালানো হয়। আমরা বহুবার শিল্পী-সাহিত্যিক হত্যার প্রচেষ্টা দেখেছি। মুক্তবুদ্ধি চর্চাকে আক্রমণ মানে মুক্ত চেতনা বিকাশের ওপর আক্রমণ। লেখক অধ্যাপক জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তাঁর ওপর হামলা মানে মুক্তবুদ্ধির ওপর আক্রমণ।’
সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অন্তর আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও নাট্যকার মলয় কুমার ভৌমিক, দর্শক বিভাগের অধ্যাপক এসএম আবু বক্কর, জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর, সভাপতি মন্ডলীর সদস্য আনসারুল আলম প্রমুখ।
এর আগে, বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে ফোকলোর বিভাগ। এসময় একই স্থানে প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে ‘গণহত্যা ও আগ্রাসন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে সিরিয়ায় গণহত্যার প্রতিবাদ জানানো হয়।
এসময় ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমীরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আখতার হোসেন, নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মোহা. আলমগীর, ছাত্র ফেডারেশনের সভাপতি তাসবিরুল ইসলাম কিঞ্জল প্রমুখ।
এছাড়াও লেখক অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ, ইংরেজি বিভাগ, রাবি শাখা ছাত্রলীগ ও পরিবেশ বিষয়ক সংগঠন লিনার্ক। এ হামলায় নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবিসাস, প্রেসক্লাব, রাকসু আন্দোলন মঞ্চ, প্রগতিশীল ছাত্রজোট।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৮/মাহবুব