ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৭ মার্চ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালিটি আজ প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’র পাদদেশে সমাবেশে মিলিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেছেন,‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধুমাত্র একটি জাতির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তির দিকনির্দেশনা নয়, এটি সম্প্রতি পৃথিবীর সকল মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তির দিক-নির্দেশনা হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে।’
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সেলিম তোহা প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, প্রক্টর অধ্যাপক ড.মাহবুবর রহমান, আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল, সহযোগী অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার