৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবসটি পালন করেছে।
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য বলেন, ঐতিহাসিক এ ভাষণটি একটি মহাকাব্য। ২০-৩০ বছরের ইতিহাসকে বঙ্গবন্ধু ১৯ মিনিটের মধ্যে সীমাবদ্ধ করে একটি জাতিকে সুন্দর করে নির্দেশনা দিয়েছেন। ১৯ মিনিটের ভাষণ সম্পর্কে ১৯দিন বলেও শেষ করা যাবে না।    
এদিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ ৭ মার্চ উদ্যাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের বিভিন্ন খন্ডচিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ পৃথক কর্মসূচি পালন করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন