প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগ আয়োজন করেছে ‘মার্কেটিং কার্নিভাল-২০১৮’।
বুধবার বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কেটিং কার্নিভালের আহ্বায়ক এহসান-উল-হক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নেতৃত্ব তৈরী এবং ক্যরিয়ার গঠনের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে প্রথমবারের মতো মার্কেটিং বিভাগ আয়োজন করেছে ‘মার্কেটিং কার্নিভাল-২০১৮’। আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে আয়োজনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। ১৫ টি বিশ্ববিদ্যালয়ের ৬৩ টি দল এ কার্নিভালে অংশ নিচ্ছে। কার্নিভাল চলবে আগামী ১১ই মার্চ পর্যন্ত।
অনুষ্ঠানের প্রথমদিন থাকছে ‘কার্নিভাল অব ওয়ার্ডস’ শীর্ষক উন্মুক্ত উপস্থিত বক্তৃতা, আন্তঃব্যাচ কিক্রেট টুর্নামেন্ট ও ব্যাডমিল্টন টুর্নামেন্ট।
দ্বিতীয়দিন থাকছে ‘মার্কেটিং ৩৬০’ শীর্ষক আন্ত:বিশ্ববিদ্যালয় ‘কেস কম্পিটিশন’, তৃতীয় দিন থাকছে ন্যাশনাল ইউথ মার্কেটার্স সামিট এবং চতুর্থদিন সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে হাসান ও আর্ক ব্যান্ডের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
ন্যাশনাল ইউথ মার্কেটার্স সামিটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।
সংবাদ সম্মেলনে মার্কেটিং কার্নিভালের যুগ্ম আহ্বায়ক সাইদুল কবির ও হাদি সিয়াম, প্রধান সমন্বয়ক সুরাইয়া খানম, সদস্য সচিব মাহবুব মোর্শেদ, সমন্বয়ক রিয়াদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন