রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কাননসহ অন্য যারা নাট্যকর্মীর ওপর হামলা করেছে তাদেরকে ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবি তুলেছে বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানবনন্ধনে এ দাবি তোলা হয়।
গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দারের (টিএসসিসি) সভাপতি হাসিবুল আলম প্রধান বলেন, নাটককর্মীদের ওপর আঘাত করা মানে বিশ্ববিদ্যালয়কে আঘাত করা। যারা এই সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের স্থান এই বিশ্ববিদ্যালয়ে হতে পারে না। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি।
এসময় বাংলাদেশ গ্রাম ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বলেন, অনুশীলন নাট্যকর্মীর উপর আঘাত করা মানে সারাদেশের নাট্যকর্মীর উপর আঘাত করা। আমরা এর সঠিক বিচার চাই। প্রশাসন যদি এর সঠিক বিচার দিতে ব্যর্থ হয় তাহলে শুধু বিশ্ববিদ্যালয় নয় সারাদেশে আমরা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলব।
অনুশীলন নাট্যদলের দলনেতা মলয় কুমার ভৌমিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের (রাজশাহী শাখা) সাধারণ সম্পাদক দিলিপ কুমার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, দর্শন বিভাগের অধ্যাপক আবু বকর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের (পাবনা শাখা) সভাপতি আবুল কাসেম, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি ইন্দ্রজীত কুমার, রাবি সাংবাদিক সমিতির দফতর সম্পাদক সুজন আলী প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনের সামনে অনুশীলন নাট্যদলের কর্মী মঈনুল ইসলাম বেধড়ক করেন সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামি মাহমুদুর রহমান কানন ও কলা অনুষদের যুগ্ম সাধারণ-সম্পাদক ঝলক সরকারসহ ছাত্রলীগের ৫-৬জন নেতাকর্মী। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ। এর আগেও গত বছরের ১০ জুলাই মাহমুদুর রহমান কানন ডেইলি স্টারের রাবি প্রতিনিধি আরাফাত রহমানকে মারধরের দায়ে সংগঠন থেকে স্থায়ী বহিস্কার হয়েছিলেন। তবে কেন্দ্রীয় ছাত্রলীগ সম্প্রতি তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৮/ফারজানা